ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬০ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছে। এখনো পর্যন্ত লাশের পরিচয় মেলেনি।

বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (এস আই) খোকন কান্তি রুদ্র দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কক্সবাজারের মহাসড়কে বৃহস্পতিবার রাত ১টার দিকে ফাঁসিয়াখালী রাস্তার মাথা সংলগ্ন একটি গ্যারেজের সামনে অজ্ঞাতনামা বৃদ্ধ একব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা সড়কে নিহত বৃদ্ধের ঘটনাটি হাইওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চিরিংগা হাইওয়ে থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় সনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। তিনি কি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন তা সনাক্তের চেষ্টা চলছে বলে জানান।

পাঠকের মতামত: