ঢাকা,সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ

নিজস্ব প্রতিবেদক ::  চকরিয়ায় ফাঁসিয়াখালী  হাঁসেরদীঘির উত্তর পাশের জাপান টোবাকো সংলগ্ন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে একটি মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে জানান পুলিশ।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাতে কে বা কারা ওই নারীর লাশ সড়কের পাশে ফেলে যায়। ভোরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। ওই নারীর কপালে একটি কোপের দাগ রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, অজ্ঞাত নারীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গার নিয়েছে পরিচয় সনাক্তের জন্য। পরিচয় না পেলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।

পাঠকের মতামত: