চকরিয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৫৯জন সংরক্ষিত ওয়ার্ডে ১৩৭জন ও সাধারণ ওয়ার্ডে পুরুষ মেম্বার পদে ৪৪৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার দপ্তরে দাখিল করেছেন গত ২৭ মার্চ। মঙ্গলবার (২৯ মার্চ) যাছাই বাছাই অনুষ্টানের প্রথম দিনে সাতটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬জন, সংরক্ষিত ওয়ার্ডে ৮২জন ও সাধারণ ওয়ার্ডে পুরুষ মেম্বার পদে ২৬০জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এতে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলেও ডুলাহাজারা ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাঁরা হলেন, ১নম্বর ওয়ার্ডে মো.ফোরকান, জাফর আলম, রেজাউল করিম, ২নম্বর ওয়ার্ডে নুরুল আনসার, ৪নম্বর ওয়ার্ডে মনজুর আলম ও ৬নম্বর ওয়ার্ডে ছলিম উল্লাহ। অপরদিকে সুরাজপুর মানিকপুর ইউনিয়নে সাধারণ ওয়ার্ডে দুই প্রার্থীর মনোনয়নপত্র সাময়িক স্থগিত করা হয়েছে। তাঁরা হলেন, ৫নম্বর ওয়ার্ডে আবু তাহের ৮নম্বর ওয়ার্ডে আবুল হাশেম।
চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, যাছাই বাছাই কালে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা চাইলে তিনদিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপীল করতে পারবে। আপীল শুনানীতে তারা প্রার্থীতা ফিরে পেলে ফের নির্বাচনে অংশ নিতে পারবে। তিনি বলেন, বুধবার দ্বিতীয় দিনে অনুষ্টিত হবে অবশিষ্ট পাঁচ ইউনিয়ন ফাসিয়াখালী, বুমবিলছড়ি, খুটাখালী, কৈয়ারবিল ও কাকারা ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাই কার্যক্রম। #
পাঠকের মতামত: