ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বোন হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি

0110_100861-300x200নিজস্ব প্রতিবেদক ::

আপন বোনকে হত্যার দায়ে নুরুল আমিন নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত । চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মুহিতুল হক এনাম চৌধুরী বুধবার দুপুরে এ আদেশ দেন।

বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ আইয়ুব খান জানান, জায়গা জমির বিরোধের জেরে ছোটবোন জাহানারা বেগমকে হত্যার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত আসামি নুরুল আমিনকে আদালত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার চকোরিয়ার ওমখালী এলাকায় ২০০৮ সালের ২৬ নভেম্বর পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন বোন জাহানারা বেগমকে কুপিয়ে হত্যা করেন ভাই নুরুল আমিন। এ ঘটনায় পর দিন নিহতের মেয়ে কোহিনুর বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করলে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বড় ভাই নুরুল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে আসামি নূরুল আমিন পলাতক রয়েছে।

পাঠকের মতামত: