ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Pic-1-Chakaria-15.03.16পারভিন আকতার, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় ‘বিশ্ব ভোক্তা অধিকার’ দিবস পালিত হয়েছে। ‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

আজ ১৫মার্চ মঙ্গলবার সকাল ১০টায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও মোহনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এদিন সকাল ১০ টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্বে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। পরে উপজেলা টেকনিশিয়ান এরশাদুল হকের পরিচালনায় ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনাসভা অুনষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। অনুষ্টানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, নারী নেত্রী, রাজনীতিবিদ,ছাত্র-যুবকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাধারণ জনগণ অংশ গ্রহন করেছেন।

পাঠকের মতামত: