ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে এক রাজমেস্ত্রীর শরীর জলসে গেছে

ahotaচকরিয়া অফিস:
চকরিয়া পৌরএলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে রুবেল (২২) নামের এক রাজমেস্ত্রীর শরীর জলসে গেছে। তাকে আশঙ্কা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে পৌরএলাকার ২নং ওয়ার্ডের হালকাকারা গ্রামে ঘটেছে এঘটনা।
ওইভবনের ঠিকাদার ওসমান গণি জানান, ২নং ওয়ার্ড হালকাকারাস্থ দুবাই প্রবাসী মনকির আলমের মালিকানাধীন একটি পাচতলা ভবনের নির্মাণ কাজ চলছিলো। গতকাল রবিবার সকালে নির্মাণে কাজে নিয়োজিত রাজমেস্ত্রী উপজেলা কাকারা গ্রামের রুবেল ওই ভবনে কাজ করার সময় তার হাতে একটি কাচা বাশ অসাবধানতাবশত ভবনের পাশদিয়ে যাওয়া ৩৩হাজার ভোল্টের বিদ্যুত লাইনের তারে পড়লে বিদ্যুৎয়াতি হয়ে তার শরীর জলসে যায়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে জমজম হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত: