চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলী এলাকায় বাড়ির নির্মাণ কাজে ব্যবহৃত কুপের পানিতে পড়ে আড়াই বছরের শিশু কন্যা পায়েল’র মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। এদিকে বাড়ির পাশে কুপের পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ওই শিশু স্থানীয় বাসিন্দা ও ও লামা-আলীকদম সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের মেয়ে।
স্থানীয় লোকজন জানান, পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্যারচর ফুলতলা এলাকায় লামা-আলীকদম সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও প্রতিবেশি পরিবার যৌথভাবে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। নির্মাণ কাজে পানি ব্যবহারের জন্য বাড়ির পাশে একটি কুপ খনন করে। ওই কুপে নির্মাণ শ্রমিকরা পানি জমিয়ে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে রফিক উদ্দিনের আড়াই বছর বয়সের শিশু মেয়ে পায়েল বাড়ির অন্যদের অগোচরে খেলার চলে কুপের পানিতে ডুবে মারা যায়। এ ঘটনায় শিশুর পরিবার ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। #
পাঠকের মতামত: