চকরিয়া পৌর বাসটার্মিনালস্থ কিচেন মার্কেটের মাছ বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত ৬শত কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। পরে এসব জাটকা মাছ উপজেলার ছয়টি এতিমখানায় বিতরণ করেছে আদালত। শনিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.দিদারুল আলমের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। এসময় আদালতের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান ও থানা পুলিশের একটি দল এবং মৎস্য বিভাগ ও আদালতের কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও কতিপয় জেলেরা নানা কায়দায় জাটকা ইলিশ আহরণ করে তা বাজারে বিক্রি করে আসছিলো। বেশির ভাগ জাটকা চকরিয়া সদরের কিচেন মার্কেটের মাছ বাজারে বিক্রি হচ্ছিল। এ কাজে জেলেদেরকে স্থানীয় একাধিক অবৈধ ব্যবসায়ী চক্র সহযোগিতা দিচ্ছেন। তিনি বলেন, বিষয়টি জানতে পেরে শনিবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাজার থেকে প্রায় ৬শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে ওইসময় আদালতের উপস্থিতি টের পেয়ে কতিপয় বিক্রেতারা পালিয়ে যায়। পরে এসব মাছ উপজেলার ৬টি এতিমখানায় বিতরণ করেন আদালত। #
পাঠকের মতামত: