ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বাসচাপায় নারীর মৃত্যু

চকরিয়া সদর সংবাদদাতা ::
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি যাত্রাবাহী বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং দরগাহ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নারী নুর জাহান (৬৫) উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকার ভাণ্ডারিরডেবা গ্রামের মৃত আলী আহাম্মদের স্ত্রী।

চিরিংগা হাইওয়ে থানা ও স্থানীয় লোকজন জানান, নুর জাহান সোমবার সকালে হারবাং ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে নিজ বাড়ি ভাণ্ডারিরডেবা যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে উত্তর হারবাং দরগাহ গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ‘বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

পাঠকের মতামত: