এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার বিএমচর ইউনিয়নস্থ বহদ্দার কাটা ক্রীড়া উন্নয়ন পরিষদের আয়োজন বহদ্দার কাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (বি.কে.পি.এল) ফাইনাল খেলা জাতীয় ক্রিকেট খেলার আদলের ন্যায় অত্যান্ত ঝাঁকজমক ভাবে বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার(৬এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার বিএমচরস্থ বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্টিত হয়।উক্ত খেলায় তেরটি দল অংশ গ্রহণ করে। এরই মধ্যে তামিম সমর্থক ক্রিকেট একাদশ বনাম সাকিব সমর্থক ক্রিকেট একাদশ দল ফাইনাল খেলে।টসে জিতে প্রথমে সাকিব সমর্থক ক্রিকেট একাদশ ব্যাটিং পেয়ে ১২ ওভারে ১৫২/৫ রান টার্গেট দিয়ে প্রথম পর্বের খেলা শেষ হয়।পরে দিতীয় পর্বের খেলায় তামিম সমর্থক ক্রিকেট একাদশ ১১৬/৭ রান নিয়ে ওভার শেষ হওয়ায় খেলা শেষ হয়ে যায়।এতে ৩৬রানে জয়ী হয়ে বিজয়ের মুকুট লাভ করে সাকিব সমর্থক ক্রিকেট একাদশ।খেলা শেষে টুর্ণামেন্ট আয়োজক কমিটি ও বহদ্দার কাটা ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও মোর্শেদ আমিন সাগরের সঞ্চলনায় পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।এতে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম।উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বহদ্দার কাটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছরওয়ার আলম,চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, চকরিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক এম.মনছুর আলম,বিএমচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াদুল ইসলাম সেলিম,সমাজ সেবক আরিফ মোহাম্মদ অলি উল্লাহ,বিএমচর ইউপি সংরক্ষিত নারী সদস্য হাছিনা বেগম পুতিলা,৪নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম,মাষ্টার মো:শওকত ওসমান,ডা:জহির উদ্দিন, বহদ্দার কাটা স্কুল ষ্টেশন বাজার কমিটির সভাপতি মো:ওমর ফারুক প্রমূখ।এছাড়া ও খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ রফিকুল ইসলাম,দুলাল,মাষ্টার আরিফুর রহমান,শেখাব উদ্দিন, শরিফুল ইসলাম,ইদ্রিস মির্জা।টুর্ণামেন্টের ফাইনাল খেলায় আম্পায়ার ছিলেন ফরহাদুল ইসলাম ও মিজানুর রহমান।##
পাঠকের মতামত: