ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বনের ভেতরে লাকড়ি কুড়াতে  গিয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে লাকড়ি কুড়াতে যাওয়া জমিলা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল)  দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
নিহত জমিলা বেগম উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহকাটা এলাকার শাহ আলমের স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, জমিলা বেগম গতকাল  সকালে লাকড়ি কুড়াতে যায় ফাঁশিয়াখালী বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায়। ওইসময় বনাঞ্চলের ভেতরে  হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় সে। দুপুরে বাড়ি না ফেরায় পরিবারের  লোকজন খবর নিয়ে জানতে পারে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দিন বলেন, খবর পেয়ে গতকাল বিকালে বনবিভাগের লোকজন নিয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

পাঠকের মতামত: