ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পুকুরে পড়ে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আবদুল্লাহ বিন নাবিল। ওই শিশু উপজেলার হারবাং ইউনিয়নে ৪নং ওয়ার্ডের গোদারপাড়া এলাকার দুবাই প্রবাসী আবদুল্লাহ নোমানের পুত্র।

২২ মার্চ মঙ্গলবার ১১টার দিকে ফুটবল নিয়ে খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হয়।
নিহত শিশুর মামা মিনহাজ উদ্দিন জানান, এদিন সকাল ১১টার দিকে তার ভাগিনা মোহাম্মদ আবদুল্লাহ বিন নাবিল উঠোনের মধ্যে ফুটবল নিয়ে খেলা করছিলো। এসময় নাবিল খেলার ছলে ফুটবলটা পাশের পুকুরে পড়ে যায়। বলটি ধরতে গিয়ে নাবিল নিজে পুকুরে পড়ে যায়।
পরে স্বজনরা খোজাখুজি করলে পুকুরে মৃত অবস্থায় দেখতে পায়। সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার বাবা প্রবাসী আবদুল্লাহ আল নোমান ২৩ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। এরপরে দাফন করা বলে জানান তিনি।

পাঠকের মতামত: