এম জিয়াবুল হক, চকরিয়া :: টানা ভারী বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ভেঙে গেছে অন্তত ১১ পরিবারের বসতবাড়ি। এসময় বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে পাশের রেললাইন চাপা পড়ে। এতে বন্ধ হয়ে যায় কক্সবাজার চট্টগ্রাম সড়কের রেললাইন। অবশ্য ঠিকাদারি প্রতিষ্ঠানের তড়িৎ হস্তক্ষেপে চাপা পড়া মাটি অপসারণের মাধ্যমে প্রায় ৮ ঘন্টা পর গতকাল বুধবার সকাল থেকে রেললাইন সচল করা হয়েছে। মঙ্গলবার ২০ আগস্ট রাত আনুমানিক ৯টার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রেললাইন লাগোয়া গাইনাকাটা এলাকায় ঘটেছে এ পাহাড় ধসের ঘটনা।
প্রকাশ:
২০২৪-০৮-২২ ১৩:২৯:০৮
আপডেট:২০২৪-০৮-২২ ১৩:৩০:১৮
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, বেশ কদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এরই মধ্যে মঙ্গলবার রাতে হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাহাড়ি জনপদ গাইনাকাটা এলাকায় অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই এলাকার অন্তত ১১ টি পরিবারের বসতবাড়ি পাহাড় ধসে ভেঙে গেছে।
তিনি বলেন, ওই এলাকার পাশ দিয়ে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে কক্সবাজার চট্টগ্রাম রেল সড়ক। সেখানে আশপাশের পাহাড় কেটে মাটি নেয়া হয়েছে। এই অবস্থায় পাহাড়গুলোর একাংশ ঢালু হয়ে পড়ার কারণে বৃষ্টির পানিতে গোড়ালির মাটি সরে গিয়ে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হবে।
রেললাইন লাগোয়া হারবাং ইউনিয়নের গাইনাকাটা এলাকায় পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে রাতেই তাৎক্ষণিক মাটি অপসারণে তড়িৎ ব্যবস্থা নিয়েছেন রেললাইন নির্মাণের নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির ডেপুটি প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আমাদের প্রকৌশলী ও শ্রমিকরা রাতেই ঘটনাস্থলে পৌঁছে দুইটি স্কেভেটর গাড়ি দিয়ে উপড়ে পড়া মাটি অপসারণ পুর্বক রেললাইন আগের অবস্থায় ফিরিয়ে এনেছেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত ৯ টা থেকে রেললাইন বন্ধ থাকলেও গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে উপড়ে পড়া মাটি অপসারণ হয়ে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে মঙ্গলবার রাতে অনাকাঙ্খিত দুর্ঘটনার কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি রেল গন্তব্যে ছেড়ে যেতে পারেনি।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফখরুল ইসলাম বলেন, উপজেলার হারবাং ইউনিয়নের গাইনাকাটা এলাকায় পাহাড় ধসে বেশকিছু বসতবাড়ি ভেঙে গেছে। বিষয়টি রাতেই স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাটি চাপা পড়ে রেললাইন বন্ধ ছিল। পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন স্কেভেটর গাড়ি দিয়ে উপড়ে পড়া মাটি অপসারণের মাধ্যমে পুনরায় রেললাইন সচল করার ব্যবস্থা নিয়েছেন।
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা তৈরি করতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।
- নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার
- হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তায় চকরিয়া মহাসড়কে বাড়ছে ছিনতাই
- কক্সবাজার প্রেসক্লাবের অবৈধ কমিটির অবৈধ নির্বাচন
- চকরিয়ার ফাঁসিয়াখালীতে সন্ত্রাসী হামলায় বিএনপির সেক্রেটারীসহ ২জনকে কুপিয়ে জখম
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত
- সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন জামায়াতের কর্মী ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- পাউবোর অবহেলায় মাতামুহুরির সেচ সংকট, বিপাকে লক্ষাধিক কৃষক
- নব্য দোসরদের কারণে সাংবাদিকরা কক্সবাজার প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না
- ডুলাহাজারা সাফারি পার্কে বন্যপ্রাণী শিকার করতে গিয়ে বন্দুক রেখে পালালো ২ জন
- চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
- পেকুয়ায় অটোচালক খুনের ঘটনায় ইউপি সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
- পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের পরিবারকে সরকারি অনুদান
- চকরিয়ায় মাষ্টার মাইন্ড অটো ব্রিকস ফ্যাক্টরিতে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
- চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাঈদী ফেনী থেকে গ্রেফতার
- ঈদগাঁওতে চেয়ারম্যান জনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কক্সবাজার প্রেসক্লাবের স্ব-ঘোষিত কমিটি সাংবাদিকরা মানে না
- কক্সবাজার প্রেস ক্লাবের জটিলতা নিরসনে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
পাঠকের মতামত: