ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পাঁচদিন ব্যাপী বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
রাষ্ট্রনায়ক, লেখক, দার্শনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় প্রথমবারের মতো ৫দিন ব্যাপী বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার ২৪ সেপ্টেম্বর বিকালে চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স মাঠে মেলার উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহা পরিচালক জাতিসত্তার কবি নুরুল হুদা।

কক্সবাজারের লেখক কবি মানিক বৈরাগী প্রতিষ্ঠিত শেখ হাসিনা বইমেলা-২০২৩ এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তানিয়া আফরিন, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জয়নাল আবেদীন, বইমেলা উৎযাপন কমিটির মুখ্য সমন্বয়ক কবি মানিক বৈরাগী, বইমেলা উৎযাপন কমিটির আহবায়ক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, কমিটির সদস্য সচিব তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার একাধিক বইয়ের স্টল স্থান পেয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর শেষ হবে বইমেলা।

পাঠকের মতামত: