ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

শওকত, বুলেট, রেখা, আরিফ, মঈনউদ্দিন, বাবলা, মহসিন বাবুল, মুন্না, শহিদু, জাফর

চকরিয়ায় ১০ ইউপিতে নৌকার মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীক প্রাপ্তির জন্য চকরিয়া প্রার্থীদের সকল অপেক্ষার অবসান হলো।

ঢাকা থেকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গতকাল সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কর্তৃক চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চূড়ান্তভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

চকরিয়ার দুইটি ইউপি নির্বাচনে দুইজন নারীকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করেছেন। মঙ্গলবার বেলা ১২ টায় কেন্দ্রীয় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড বিষয়টি চুড়ান্ত করেন। এরমধ্যে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না, অপরজন কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জন্নাতুল বকেয়া রেখা।

গত এক সপ্তাহ ধরে এই দুটি ইউনিয়নে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন তা নিয়ে আলোচনা ছিলো মানুষের মুখেমুখে। শেষ পর্যন্ত দুইজন প্রভাবশালী প্রার্থীকে পেছনে ফেলে কেন্দ্রীয় আওয়ামীলীগ এই দুই নারীকে নৌকা প্রতীক দিয়ে চমক সৃষ্টি করেছেন। প্রার্থী ঘোষণায় পুরনোদের পাশাপাশি কয়েকটি নতুন মুখও আনা হয়েছে।
চকরিয়ার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা নৌকা প্রতীক পেলেন:

কাকারা ইউনিয়নে শওকত ওসমান, লক্ষ্যারচর ইউনিয়নে আওরঙ্গজেব বুলেট, কৈয়ারবিল ইউনিয়নে জন্নাতুল বকেয়া রেখা, বদরখালী ইউনিয়নে নূরে হোসেন আরিফ, ঢেমুশিয়ায় মঈনউদ্দিন চৌধুরী, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাহারবিল ইউনিয়নে মহসিন বাবুল, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না, ভেওলা মানিকচরে ইউনিয়নে শহিদুল ইসলাম, কোনাখালী ইউনিয়নে জাফর আলম ।

দলীয় মনোনয়নের ক্ষেত্রে উপজেলার ৫টি ইউনিয়নে নতুন মুখ এসেছে। তাদের মধ্যে কোনাখালীতে জাফর আলম ছিদ্দিকী, বিএমচর ইউনিয়নে শহীদুল ইসলাম খোকন, ঢেমুশিয়া ইউনিয়নে মঈনু উদ্দিন আহমদ চৌধুরী, কৈয়ারবিলে ইউনিয়নে জন্নাতুল বকেয়া রেখা ও  পূর্ববড় ভেওলা ইউনিয়নে ফারহানা ইয়াছমিন মুন্না আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

পাঠকের মতামত: