ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় নারী নির্যাতন মামলার পলাতক আসামী মাজার খাদেমের ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় নারী নির্যাতন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে হারবাং ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো.আবুল হাশেম (৩০) হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরগাহপাড়াস্থ মাজারের খাদেম মরহুম ফয়েজ আহমদের ছেলে।

থানা পুলিশ জানায়, ধৃত হাসেমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বনবিভাগের রিজার্ভ জমি জবর দখল ও বনের গাছ কাটার অভিযোগে দুটি বন মামলা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেফতারকৃত আসামী আবুল হাশেমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: