ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় দ্বিতীয় দিনের অভিযানে মহাসড়কের দুই অংশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম.জিয়াবুল হক, চকরিয়া :::Coxs-Uchsed-Ovhijan-6-3-2016_1

চকরিয়ায় সড়ক বিভাগের দ্বিতীয় দিনের অভিযানে মহাসড়কের উভয় পাশে দুই অংশের তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সড়ক বিভাগের কর্মকর্তারা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাতামুহুরী সেতু থেকে ফাসিয়াখালী ভেন্ডিবাজার পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে ছিলেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের এস্টেট কর্মকর্তা আবদুল মান্নান, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো.এমদাদ হোসেন ও চকরিয়া উপ-বিভাগের সহকারি প্রকৌশলী মো.শহিদুল আলম।

অভিযানের সত্যতা নিশ্চিত করে চকরিয়া সড়ক উপ-বিভাগের সহকারি প্রকৌশলী মো.শহিদুল আলম বলেন, অভিযানের দ্বিতীয় দিনে সোমবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মাতামুহুরী সেতু থেকে ফাসিয়াখালী ভেন্ডিবাজার পর্যন্ত এলাকায় প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে চকরিয়া পৌরশহরের বেশির ভাগ দোকান ও মার্কেট মালিক নিজেদের উদ্যোগে স্থাপনা উচ্ছেদ করেছেন। তিনি বলেন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কটি সম্প্রসারণ করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে দুই পাশের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কক্সবাজার সড়ক বিভাগ অভিযান তৎপরতা জোরদার করেছেন। #

পাঠকের মতামত: