ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় দারুল কোরআন মাদরাসার বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

চকরিয়া পৌরশহরের শিশুবান্ধব দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসা চকরিয়ার তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা আবুল মাসরুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ইসলামিক এডুকেয়ার ফাউন্ডেশনের সদস্য নুরুল হুদা, আজিজুল হক, মোজাম্মেল হক ও ক্বারী মো. শহীদুল্লাহ।

অতিথিবৃন্দ আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য, শনিবার মাদরাসা প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রোববার দ্বিতীয়দিন বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলে। আজ সোমবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত হয়।

পাঠকের মতামত: