ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ঝোপের ভেতর নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়কের পার্শ্ববর্তী ঝোঁপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তরছপাড়া এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বেওয়ারিশ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আন্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

 

পাঠকের মতামত: