ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় জব্দকৃত বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

chakaria-picture-14-10-2016-4চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সামুদ্রিক উপকূলীয় এলাকার নদীর অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জব্দ করেছে। ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২দিন ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা সত্বেও তা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা অব্যাহত রাখায় এগুলো জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান জানায়, গত ১২ অক্টোবর থেকে সাগর নদী সহ বিভিন্ন জলাশয়ে ডিম ওয়ালা ইলিশ মাছ না ধরতে সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু এরপরও একশ্রেণির জলে সাগর ও নদীতে ঝাটকা ধরা অব্যাহত রেখেছে। গতকাল ১৪ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ বোট যোগে চকরিয়ার উপকূলী এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপকূলীয় বদরখালী ইউনিয়নের দুটি স্লুইস গেইট এলাকায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি বড় জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল গুলো উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পাঠকের মতামত: