ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ছেলেকে লুকিয়ে রেখে অন্যের বিরুদ্ধে অপহরণ মামলা, বাবা গ্রেফতার

আটক9-300x169এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে কলেজ পড়ুয়া ছেলেকে অন্যত্র লুকিয়ে রেখে অপহরণ মামলা দেয়ায় প্রতারণার অভিযোগে পুলিশ গিয়াস উদ্দিন নামের একব্যক্তিকে গ্রেফতার করেছেন। রোববার রাতে হারবাং পুলিশ ফাড়িঁর আইসি দেবাশীষ সরকার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরঁচাদা গোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

হারবাং পুলিশ ফাড়ির আইসি (ইনর্চাজ) দেবাশীষ সরকার বলেন, গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের সাথে একই এলাকার কিছু ব্যক্তির মধ্যে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে কলেজ পড়–য়া ছেলেকে অন্যত্র লুকিয়ে রেখে গত ৬মার্চ চকরিয়া থানায় স্ত্রী রেজিয়া বেগম বেবিকে বাদি করে একটি অপহরণ মামলা করেন। মামলাটিতে আসামি করা হয় প্রতিপক্ষের ৯জন নিরাপরাধ লোককে। তিনি বলেন, রোববার সকালে উপজেলার ডুলাহাজারা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার সময় অপহৃত ভিকটিম ওই ছাত্রকে উদ্ধার করা হয়। দুপুরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ওই ছাত্র অকপটে সবই স্বীকার করেন তাকে অপহরণের ঘটনাটি মুলত নাটক। এসব নাটক সাজিয়েছে তার বাবা গিয়াস উদ্দিন। অপর প্রশ্নের উত্তরে আইসি দেবাশীষ সরকার বলেন, গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে নারী নির্যাতনের অভিযোগে থানায় দায়ের হওয়া একটি মামলায়। তবে ছেলেকে লুকিয়ে রেখে প্রতারণার মাধ্যমে অপহরণ মামলা করার অভিযোগে তাদের (গিয়াস উদ্দিন ও তার স্ত্রী) বিরুদ্ধে থানায় নতুন মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত: