ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ছাত্রদলের হামলায় যুবলীগ নেতা রুবেল গুরুতর আহত

Chakaria Pc Robel 27-02-2017চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া উপজেলা ফাঁশিয়াখালীর হাজিয়ানে ছাত্রদলের হামলায় যুবলীগ নেতা মোহাম্মদ রুবেল (২২) গুরুতর আহত হয়েছে। ওইসময় মারাত্মক আহত অবস্থায় তাকে চকরিয়া হাসপাতালে ভর্তি করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় হাজিয়ান ষ্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

যুবলীগ নেতা রুবেলের পিতা নুর মোহাম্মদ জানান, তার পুত্র মোহাম্মদ রুবেল ফাশিখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজিয়ান ষ্টেশনে একটি দর্জির দোকান করে। তার দর্জির দোকানের পেছনের একটি কক্ষে উপজেলা ছাত্রদল নেতা জোনাইন আহমদ, শিবির নেতা জোসেদ ও ছাত্রদল নেতা রুবেল নিয়মিত বসতেন। ঘটনার দিন সকাল ১১টায় তারা সেখানে বসে মাদক সেবন করছিলো। ওইসময় তার পুত্র রুবেল দোকানে বসে তাদেরকে মাদক সেবন না করার জন্য অনুরোধ করে। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয় ছাত্রদল নেতা জোনাইদ। তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা দারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে যুবলীগ নেতা রুবেলের উপর হামলা চালায়। এতে রুবেলের মাথা ও হাতে মারাত্মকভাবে জখম হয়। রুবেল ওই ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। হামলার সময় তারা রুবেলের ব্যবহৃত মোবাইল সেট ও দোকানের কেশ ভেঙ্গে থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় রুবেলের পিতা বাদি হয়ে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ##

পাঠকের মতামত: