ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

১০ ইউপি নির্বাচন শেষদিনে ৫৮৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চকরিয়ায় চেয়ারম্যান পদে ৭৩, সংরক্ষিত নারী মেম্বার পদে ১৩৩ ও সাধারণ সদস্যপদে ৩৮৩ জন

এম,জিয়াবুল হক, চকরিয়া ::  আগামী ২৮নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তদমধ্যে প্রথমবারের মতো উপজেলার সাহারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে হবে ভোটগ্রহণ।

অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন গতকাল সোমবার ২ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশনিতে প্রতিদ্বন্দি প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ১০, জাপার তিনজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৩ জন ও স্বতন্ত্র ৫৭জন মোট ৭৩ জন, সাধারণ সদস্য পদে ৩৮৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৩ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম উপজেলার সাহারবিল, কৈয়ারবিল, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী বিএমচর ও কোনাখালী ইউনিয়ন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ ঢেমুশিয়া ইউনিয়ন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুপন নন্দী পুর্ববড় ভেওলা ও বদরখালী ইউনিয়ন এবং কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার উপজেলার লক্ষ্যারচর ও কাকারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। গতকাল শেষদিনে প্রার্থীরা স্ব স্ব ইউনিয়নের রির্টানিং কর্মকর্তার দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য উপজেলার ১০ ইউপি’র মধ্যে

বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ১১জন। তাঁরা হলেন আওয়ামীলীগের নুরে হোছাইন আরিফ, স্বতন্ত্র আবু নাইম মো.হেফাজ, আহসানুল কাদের চৌধুরী সাব্বির, জাকের আহমদ, আলী আকবর, মোহাম্মদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী, মিজানুর রহমান, শামসুদ্দিন, জসিম উদ্দিন ও জাতীয় পাটির (এরশাদ) নাছির উদ্দিন। এ ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৪৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।

পূর্ববড় ভেওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের ফারহানা আফরিন মুন্না, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, কামরুজ্জামান সোহেল, মো.আবদুল্লাহ, জাতীয় পাটির (এরশাদ) সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলনের নুরুল্লাহ, স্বতন্ত্র সালাহউদ্দিন। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৮জন এবং সাধারণ সদস্য পদে ৫৪জন মনোনয়ন দাখিল করেছেন।

কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের জন্নাতুল বকেয়া রেখা, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, মোহাম্মদ জকরিয়া, আফজালুর রহমান চৌধুরী, মো.মামুনুর রশিদ, তৌহিদুল ইসলাম, মুহাম্মদ হিশাস উদ্দিন, আনিছ উর রহমান জুয়েল, আবদুর রহমান আবেদ। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন এবং সাধারণ সদস্য পদে ৩৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাহারবিল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মহসিন বাবুল, স্বতন্ত্র নবী হোছাইন চৌধুরী, আবু তৈয়ব, জুনাইদুল হক, আবদুল আলীম, মাহমুদুল হাসান, জাতীয় পাটির (এরশাদ) জুনাইদুল হক, মুহাম্মদ খানে আলম। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৩১জন মনোনয়ন জমা দিয়েছেন।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, স্বতন্ত্র অ্যাড.রবিউল এহেছান লিটন, ওয়াহেদ মুরাদ হেফাজতুর রহমান, ওযাহেদ ফয়েজ মো.সামউনুল ইসলাম, নুরুল বশর চৌধুরী বাচ্চু, নিয়ামত উল্লাহ। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১০জন এবং সাধারণ সদস্য পদে ২৭জন মনোনয়ন জমা দিয়েছেন।

ডেমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের এসএম মইনউদ্দিন চৌধুরী, স্বতন্ত্র মো,নুরুল আলম, কফিল উদ্দিন, মো.হোসনে মোবারক, রিদুয়ান হাফিজ চৌধুরী, সাইফুল ইসলাম, ফরিদুল আলম ও মোহাম্মদ হোছাইন। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৩৩জন মনোনয়ন জমা দিয়েছেন।

কোনাখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের জাফর আলম ছিদ্দিকী, জাতীয় পাটির (এরশাদ) রুহুল কাদের মানিক, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার, আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ইয়াছিন, নুরুল কবির, আবদুল মাবুদ। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৪জন এবং সাধারণ সদস্য পদে ৩৬জন মনোনয়ন জমা দিয়েছেন।

ভেওলা মানিকচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের বদিউল আলম, স্বতন্ত্র বর্তমান চেয়ারম্যান এসএস জাহাংগীর আলম, নাছির উদ্দিন, মো.আবু তৈয়ব, মোহাম্মদ আলমগীর, মো.সোয়াইবুল ইসলাম, আরিফ মো.অলিউল্লাহ, আমজাদ হোসেন, ইসলামী আন্দোলনের মো.শামসুল হক। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৫জন এবং সাধারণ সদস্য পদে ৩৯জন।

লক্ষ্যারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন মনোয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন আওয়ামীলীগের মহিউদ্দিন মো.আওরঙ্গজেব বুলেট, স্বতন্ত্র বর্তমান গোলাম মোস্তাফা কাইছার, নুর মোহাম্মদ মানিক, সাইকুল ইসলাম, মোহাম্মদ ওসমান। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

কাকারা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মো.শওকত উচমান, স্বতন্ত্র সাহাব উদ্দিন, মোহাম্মদ ইছমত ই ইলাহী। এখানে সংরক্ষিত নারী সদস্য পদে ১৩জন এবং সাধারণ সদস্য পদে ৪৬জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান , নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তৎমধ্যে সাহারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ হবে।

তিনি আরও বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।

এদিকে, ইউপি নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার পর পর থেকে চকরিয়ার বিভিন্ন জনপদে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতীক বরাদ্ধের পূর্বেই বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও আনন্দ মিছিল করেছে।

 

 

পাঠকের মতামত: