ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় চেক প্রতারণা মামলায় সাজাভুক্ত আসামী বাবুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া থানার বিশেষ অভিযানে চেক প্রতারণা সাজাসহ একাধিক মামলার আসামী আবু মোজ্জাফ্ফর প্রকাশ বাবুলকে সোমবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
চকরিয়া থানা পুলিশ জানায়,, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ানের মাইজঘোনা গ্রামের মৃত মোস্তাক আহদের পুত্র আবু মোজ্ফ্ফর প্রকাশ বাবুল তার বিরুদ্ধে তিনটি সাজাসহ একাধিক জিআর ও সিআর মামলা রয়েছে। পৃথক তিনটি সিআর মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে আদালত।
সিআর ৪৯০/২০১৭ তিনবছর ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪মাস কারাদন্ড, সিআর ২৭৬/১৭ ছয় মাসের কারাদন্ড ৮০হাজার টাকা জরিমানা, সিআর ৫১৫/১৭ এক বছর কারাদন্ড এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের জেল দিয়েছে আদালত।
এই ছাড়া জিআর মামলা ৪১৫/২০১৪ গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
সাজা পরোয়ানা মামলার আসামি আবু মোজফ্ফর প্রকাশ বাবুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে তিনটি সিআর সাজা ও জিআর একটি গ্রেপতারী পরোয়ানা রয়েছে। তিনি আরো বলেন, আইনী প্রক্রিয়া শেষে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: