ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় কৃষকের গোয়ালঘর থেকে তিনটি পালিত গরু চুরি 

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে বসতঘর লাগোয়া গোয়ালঘর থেকে রাতের আঁধারে কৃষকের তিনটি পালিত গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বিএমচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুবিন পাড়া এলাকায় কৃষক আবুবকর ছিদ্দিক প্রকাশ আশেকউল্লাহর বিল্ডিং বসতঘর লাগোয়া গোয়ালঘরের দরজা ভেঙে গরু চুরি হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী গরু মালিক আশেকউল্লাহর ছোট ভাই খিজির মোহাম্মদ রাজু বলেন, শুক্রবার রাতে আমার ভাইয়ের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। এরই মধ্যে রাত আনুমানিক তিনটার দিকে চোরেরদল হানা দিয়ে বিল্ডিং বসতঘর লাগোয়া গোয়ালঘর থেকে দুইটি বড় ও একটি বাছুর গরু চুরি করে নিয়ে যায়।
তিনি বলেন, গতকাল সকালে ঘটনাটি আমার ভাই স্থানীয় বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে জানিয়েছে। বিকালে অজ্ঞাতনামা গরু চোরদের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

পাঠকের মতামত: