নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক এসএসসি পরীক্ষার্থী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় ৩০ ভাগ সিলেবাস থেকে নেয়ার দাবিতে সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় শতাধিক এসএসসি পরীক্ষার্থী চকরিয়া পৌরশহরের মহাসড়কে এ বিক্ষোভ করে। পরে তারা প্রায় আধা ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভ করেছে। এসময় সড়কের দু পাশে শতশত গাড়ি আটকা পড়ে প্রচন্ড যানজটের সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা দূরপাল্লার গাড়ি গুলো চলাচলে বাধা সৃষ্টি করে রেখেছিল বলেও অভিযোগ উঠেছে।
পরে শিক্ষার্থীরা মহাসড়কের চকরিয়া পৌরসদর চিরিঙ্গা প্ররাতন বাস ষ্টেশন থেকে একটি মিছিল সহকারে চকরিয়া উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ৭০ ভাগ সিলেবাসের উপর আসন্ন ২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয়।
বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের দাবি, তাদের মাত্র ৩০ ভাগ সিলেবাস শেষ করানো হয়েছে, তাহলে ৭০ ভাগ সিলেবাসের উপর কেন পরীক্ষা নেওয়া হবে?
পাঠকের মতামত: