ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ইয়াবা সেবনের অপরাধের এক ব্যক্তিকে ৬মাসের কারাদন্ড

karadondচকরিয়া অফিস:

চকরিয়ায় প্রকাশ্যে ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধের আবদুল হামিদ (৩৫) নামের এক ব্যক্তিকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ  মঙ্গলবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেটের মো:সাহেদুল ইসলাম এ সাজা দিয়েছেন। সাঁজাপ্রাপ্ত ব্যক্তি চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের মৌলভীরচর গ্রামের মৃত ফজল করিমের পূত্র বলে জানা গেছে।

চকরিয়া থানার এসআই আবদুল খালেক জানান,  মঙ্গলবার সকাল দশটার দিকে পৌরএলাকার ২নং ওয়ার্ডের আবদুল হামিদ নামে একব্যক্তি নিজ বাড়িতে ইয়াবা সেবনের গোপন খবর পেয়ে তাৎক্ষনিক তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে ইয়াবা সেবন অবস্থায় পেয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। পরে আবদুল হামিদকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির করা হলে ৬মাসের কারাদন্ড দেওয়া হয়।

পাঠকের মতামত: