ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় আরসার অস্ত্র সরবরাহকারীসহ গ্রেপ্তার ৩, চার অস্ত্র উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা ::  মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) অস্ত্র সরবরাহকারীর মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন- মো. মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০) ও মো. এনামুল হক (৩৮)। সবাই চকরিয়া এলাকার বাসিন্দা বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর ৬টার দিকে কক্সবাজারের চকরিয়ার বড় ভেওয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-১৫ এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন। তিনি বলেন, অভিযানে তাদের কাছ থেকে একটি দু’নলা বন্দুকসহ ৪টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র বিক্রয়ের নগদ ১ লাখ ৫ হাজার ৭’শ টাকা টাকা, ব্ল্যাংক চেক, এটিএম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব অধিনায়ক আরও বলেন, তারা পরস্পর যোগসাজকে দীর্ঘদিন যাবৎ কক্সবাজারের মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে দীর্ঘদিন ধরে অস্ত্র সরবরাহ করে আসছে চক্রটি। উদ্ধার অস্ত্রসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত: