ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অস্ত্রের মহড়া দিয়ে রাতে কৃষকের পাকা ধান কেটে নিয়েছে দুবৃর্ত্তরা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে রাতের আঁধারে অস্ত্রের মহড়া দিয়ে কৃষকের জমির পাকা ধান কেটে লুটে নিয়ে গেছে অস্ত্রধারী দুবৃর্ত্তরা। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলী পশ্চিমের বিলের ধানক্ষেতে ঘটেছে এ ঘটনা।

অভিযোগে ভুক্তভোগী কৃষক চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ মাকসুদ আলী (৮২) জানান, কোনাখালী বটতলী পশ্চিমের বিলে তাঁর পরিবারের ক্রয়কৃত জমিতে রোপণ করেছেন।
ইতোমধ্যে ধান কাটার সময় ঘনিয়ে এসেছে। সেই মুহূর্তে সোমবার রাতে একদল অস্ত্রধারী জমিতে তাণ্ডব চালিয়ে রোপন করা ১কানি ৪০কড়া জমিনের ক্ষেতের পাকা ধান কেটে লুটে নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মাকসুদ আলী কোনাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল হাকিম পাড়ার মৃত হাবিব উল্লাহ ছেলে চিহ্নিত দখলবাজ বেলাল উদ্দিন জড়িত বলে অভিযোগ তুলেছেন। মুলত জমি জবরদখলের কুমানষে পাকা ধান কেটে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় কৃষকের লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
এব্যাপারে স্থানীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নালিশ দিয়েছেন বলে জানান কৃষক মাকসুদ আলী।

জানতে চাইলে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, কৃষক মাকসুদ আলীর জমি থেকে পাকা ধান কেটে নিয়ে যাওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। দুইপক্ষকে ঢেকে নিয়ে বৈঠক করে বিষয়টি সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: