ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::  চকরিয়ায় অজ্ঞান করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর তিনটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া চালক জাকের হোসেন (৫৫) কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা এলাকার আজিজুর রহমানের ছেলে।

জানা যায়, কাকারার বাসিন্দা টমটম চালক জাকের হোসেন তিন দিন আগে দেড় লক্ষ টাকা দিয়ে একটি ব্যাটারী চালিত নুতন অটোরিকশা (টমটম) ক্রয় করেন।

রবিবার দুপুরে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা থেকে দুই যুবক অটো রিকশা ভাড়া করে মাইজঘোনা এলাকায় নিয়ে গিয়ে রাস্তার পাশে দাঁড়ান ।

এসময় তাদের হাতে থাকা তিন প্যাকেট বিরিয়ানির একটি প্যাকেট তাকে খাইতে দেন। খাওয়ার পরপরই জাকের হোসেন অজ্ঞান হয়ে পড়েন। তাকে রাস্তার পাশে ফেলে পরক্ষণেই ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে সটকে পড়ে।

পথচারীরা ওই চালককে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি (তদন্ত) আবদুল জব্বার বলেন, বিষয়টি থানায় কেউ অবহিত করেনি। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

পাঠকের মতামত: