ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়াসহ সারাদেশে ভূমিকম্প

vomi-kompoচকরিয়া নিউজ ডেস্ক ::

তখন বেলা ৪টা ৩৫ মিনিট মাত্র প্রচন্ড ঝাঁকুনি দিয়ে নড়ে উঠল দেশ।  চকরিয়া কক্সবাজারসহ সারাদেশে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে আতংক ছড়িয়ে পড়ে চারদিকে। আজ  বুধবার ৪টা ৩৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মায়ানমারের পশ্চিম চক এলাকায়। উৎপত্তিস্থলে ভূমিকম্পের গভীরতা ৮৪ দশমিক ১ কিলোমিটার গভীরে। এর মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

ভূমিকম্পে চকরিয়াসহ কক্সবাজারের ব্যস্ত মানুষ আতংকিত হয়ে রাস্তায় নেমে আসে। অনেকে আবার ভবনের ছাদে অবস্থান নেয়। এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে চকরিয়া ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। মঙ্গলবার রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে।

 

পাঠকের মতামত: