ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার সংবাদপত্র এজেন্ট জয়নাল কমিশনারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :: চকরিয়ার সংবাদপত্রের এজেন্ট ও চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবদীন (৫৮) গত রোববার বিকাল সাড়ে ৩ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ……….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ ক’মাস ধরে জয়নাল আবদীন নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। কাল ২৬ অক্টোবর রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় লক্ষ্যারচর কাসিম আলী সিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সংবাদপত্র এজেন্ট ও সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজকর্মী জয়নাল আবদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.আর মাহমুদ ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সভাপতি ছোটন কান্তি নাথসহ চকরিয়া প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দরা ।

পাঠকের মতামত: