ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আনু কন্ট্রাক্টরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ::
চকরিয়ার বিশিষ্ট ঠিকাদার, ব্যবসায়ী, চকরিয়া সায়মা প্লাজার অন্যতম মালিক আনোয়ার হোসেন কন্ট্রাক্টর প্রকাশ আনু কন্ট্রাক্টর ইন্তেকাল করেছেন [ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন]।

তিনি  ১৮ জানুয়ারী/২২ ইং বুধবার চট্টগ্রাম শহরে নিজ বাসায় সকাল সাড়ে আটটার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চকরিয়া পৌরসভার পশ্চিম বাটাখালীস্থ নিজবাড়ি সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পশ্চিম বাটাখালী জামে মসজিদ সংলগ্ন কবরস্তানে তাঁকে শেষ শয্যায় শায়িত করা হয়।

তাঁর নামাজে জানাযায় ব্যাপক লোক সমাগম হয়। পরিচ্ছন্ন এই ব্যবসায়ীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পাঠকের মতামত: