ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ার ‘বালু খেকো’ সাজ্জাদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

লামা সংবাদদাতা :: অবৈধ বালু উত্তোলনের অপরাধে চকরিয়ার সাজ্জাদ মিয়া (২০) নামে এক বালু খেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (১৯ নভেম্বর) বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ফকিরাখোলা এলাকায় বিশেষ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লামা এস এম রাহাতুল ইসলাম।

আসামি সাজ্জাদ মিয়া (২০) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকার মো. মহিউদ্দিনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম বলেন, লামা উপজেলায় সরকার অনুমোদিত কোন বালু মহাল নেই।

অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: