ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ার পুলিশ সদস্য বাসচাপায় নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::  চকরিয়ার সীমান্তবর্তী লোহাগাড়ার চুনতি এলাকায় বাসচাপায় মারুফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় চালক সুজন দে’কে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (১৯ জুন) সকালে রাউজানের ডাবুয়া জগন্নাথহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি এলাকায় বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহত হন। ঘটনার পরপরই বাসের হেলপার সাজ্জাদ হোসেনকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এই ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল মারুফের মা লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই চালক সুজন দে আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাউজানের ডাবুয়া জগন্নাথহাট এলাকা থেকে সুজন দে’কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগড়ার চুনতি এলাকায় বাসচাপায় পুলিশ সদস্য মারুফুল ইসলামের মৃত্যু হয়। নিহত মারুফুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। সে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং লালব্রীজ এলাকার সাংবাদিক মরহুম এবিএম ছিদ্দিক আহমদের ছেলে।

 

পাঠকের মতামত: