ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়ার নতুন ইউএনও ফাতিমা সুলতানা

নিজস্ব প্রতিবেদক :: চকরিয়া’র নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে ফাতিমা সুলতানা-কে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ২ নভেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফাতিমা সুলতানা সহ একই পদমর্যাদার ৬ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

ফাতিমা সুলতানা ২০২২ সালের ৯ জুন থেকে নোয়াখালী জেলার কবিরহাটের ইউএনও পদে কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ৩৪ তম ব্যাচের একজন কর্মকর্তা। তাঁকে এর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া’র ইউএনও হিসাবে বদলী করা হলেও সে আদেশ বাতিল করে বৃহস্পতিবার চকরিয়ার ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ফাতিমা সুলতানা’র নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।

অপরদিকে, চকরিয়ার বর্তমান ইউএনও জেপি দেওয়ান (১৭৫৩৪)-কে একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের লোহাগাড়া’র ইউএনও হিসাবে বদলী করা হয়েছে। তিনি ২০২২ সালের ৯ জানুয়ারি থেকে চকরিয়া’র ইউএনও পদে দায়িত্ব পালন করছেন। জেপি দেওয়ান বিসিএস (প্রশাসন) ৩৩ তম ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।

পাঠকের মতামত: