ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ার কোনাখালীতে রেজাউল করিমের ব্যাপক গনসংযোগ

প্রেসবিজ্ঞপ্তি :: বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও ১৪ দলীয় সমন্বয়ক জননেতা রেজাউল করিম ১০সেপ্টেম্বার,  সোমবার বিকালে মাতামুহুরী নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে কোনাখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। বিভিন্ন শ্রেণী পেশাজীবি ও ছাত্র, যুব ও জনতার সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন বিশ্বের দরবারে বাংলাদেশ অনন্য উচ্চতায় উপনীত হয়েছে শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। সম্প্রতি জি-২০ সম্মেলনে আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ডসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে সুশাসন, গণতন্ত্র চর্চা, জাতীয় প্রবৃদ্ধিসহ বিভিন্ন দিক আলোচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন বাংলাদেশে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার বিকল্প নেই। তিনি কোনাখালীবাসীর বিভিন্ন সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আলা উদ্দিন আজাদ, জাফর আলম সিদ্দিকী, ফজলুল কাদের, রশিদ আহমদ, মুস্তাফিজুর রহমান, ইফতেখার বকুল, আতিকুর রহমান চৌধুরী, ফজলুল কায়েস সিকদার, ফরিদুল আলম, মোঃ হোসেন প্রমুখ।

 

পাঠকের মতামত: