মো: সাইফুল ইসলাম খোকন, চকরিয়া:
চকরিয়া উপজেলার দ্বিতীয় দাপে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। উপকুলীয় ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ২, বিএনপি-২ ও স্বতন্ত্র-১ প্রার্থী জয়লাভ করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রশাসনের কঠোর নিরাপত্তা ও ভোটারদের উৎসব মুখর পরিবেশেে আজ ৭ মে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট কেন্দ্রে দিয়েছে ভোটরা। প্রশাসন সঠিক ভাবে দায়িত্ব পালন করার কারণে প্রার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলার উপকুলীয় এলাকা বদরখালী, পশ্চিম বড়ভেওলা, ডেমুশিয়া, কোনাখালী, বিএমচর ও পূর্ব বড়ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বদরখালী ইউপির ফলাফলে এখনো আমাদের হাতে পৌছেনি। একটু পরে আরো বিস্তারিত জানাবো….
এ ইউনিয়নে জনগনের গোপন ব্যালেটের মাধ্যমে বিজয় লাভ করেছেন, পুর্ব বড়ভেওলা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ারুল আরিফ দুলাল, কোনাখালী ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দিদারুল হক দিদার, বিএমচর ইউনিয়নে আওয়ামীলীগের বহিস্কৃত ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, পশ্চিম বড়ভেওলা ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম চৌধূরী বাবলা ও ডেমুশিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আলম জিকুকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়। আইন শৃংখলাবাহিনীর এ নির্বাচনে নির্বাচন কমিশনকে যথযথ দায়িত্ব পালন করে জনগনের রায়কে সঠিক ভাবে মুল্যায়িত করেছেন। তবে দর্শক হউক আর বহিরাগত হউক কেউ প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃংখলা রক্ষাবাহিনীর সঠিক তৎপরাতা থাকায় কোন বিশৃংখলা করতে পারেনি। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদুল ইসলাম জানান, প্রশাসন ও আইন শৃংখলাবাহিনীর সঠিক ভাবে দায়িত্ব পালন করেছে। কোথাও কোন ধরণের বিশৃংখলা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
পাঠকের মতামত: