এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়া পৌরসভায় ২নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করার খবর পাওয়া গেছে।
ভিকটিম ও তার পরিবার সূত্রে জানাযায়, ৪মে সকাল ৬টায় চকরিয়া পৌরসদরের চিরিংগা বানিজ্যিক শহরের বাস টার্মিনাল কিচেন মার্কেট মাছের আড়ৎ থেকে তুলে নিয়ে যায়, অনেক খুঁজাখুঁজির পর চকরিয়া পৌরসভার হাসপাতাল পাড়ার মুসলিমা হাউজে আছে বলে খবর পায়, তারা আরো বলেন,গোপন কক্ষে অমানবিক নির্যাতন চালায়, তাকে পরে দুপুর ১২টার দিকে থানা পুলিশের একটি দল গিয়ে গোপন আস্তানা থেকে আহত অবস্থায় উদ্ধার করে ।
ভিকটিম জসিম উদ্দীন বলেন, খতিজা বেগম নামের এক নারীর এর নেতৃত্বে কসাই পাড়া এলাকার তার ভাড়াটিয়া ক্যাড়ার বাহিনী দিয়ে অমানুষিক নির্যাতন করে আমার পকেটে ৩৫ হাজার টাকা ছিল তা ছিনিয়ে নেয়।
এই ব্যাপারে থানায় অপহরণ মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভিকটিম জসিম উদ্দিন।
অপহরণের বিষয়ে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের কাছ থেকে মোবাইল ফোনে খবর পেয়ে থানা পুলিশকে অবগত করলে পুলিশ বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে উপরোক্ত স্থানে খবর পায়, পরে ভিকটিম জসিমকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।
পাঠকের মতামত: