ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

চকরিয়াতে বৃষ্টির জন্য তপ্ত রোদে কাঁদলেন মুসল্লীরা

প্রেস বিজ্ঞপ্তি:  বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চকরিয়া পৌরসভা জামায়াতের উদ্যোগে সারাদেশে অনাবৃষ্টি ও  তীব্র তাপদাহ থেকে মুক্তি এবং রহমতের বৃষ্টি কামনায় সালাতুল ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসতিস্কার নামাজে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির।ইসতিস্কার নামাজে ইমামতি করেন,চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা কুতুবউদ্দিন হেলালী।

এতে বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন হেলালী, জামাল হোছাইন নুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল হাসান সাকিব।

এতে পাঁচশতাধিক ধর্মপ্রাণ জনতা অংশ গ্রহণ করেন,দেশ-জাতির মঙ্গল কামনা,রহমতের বৃষ্টির জন্য অশ্রুসিক্ত নেয়নে দোয়া করেন। মুনাজাতে আমিন আমিন ধ্বনিতে পুরো মাঠে একটি আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়।

পাঠকের মতামত: