ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে দুই গ্রুপের পাল্টাপাল্টি আলোচনা সভা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপন অনুষ্ঠান দুই ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হলো, ২৩শে জুন (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পৃথকভাবে আলোচনা সভা আয়োজন করে উভয় গ্রুপ ।
এক পক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়ক সংলগ্নে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে, এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি, এসময় আরো উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী , লায়ন কমর উদ্দিন আহমদ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী সহ বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ও সভাপতিরা উপস্থিত ছিলেন ।
অন্যদিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর নেতৃত্বে চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আরেক পক্ষের আলোচনা সভা, এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরওয়ার আলম, সহ দু’একটা ইউনিয়ন সভাপতি ও পৌর কাউন্সিলাররা ।

পাঠকের মতামত: