ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধি নিহত

এইচ এম রুহুল কাদের, চকরিয়া ::
উদ্বোধনের পর থেকে কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া এলাকায় স্থানীয়দের অসচেতনতায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত ৬ডিসেম্বর ডুলহাজারায় ট্রেন দেখতে গিয়ে একই পরিবারের দুই শিশু বাস চাপায় নিহত হয়। হারবাং ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে গরু মারা যায়। তাছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অসচেতনতার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশিষ্টজনদের অভিমত,নতুন চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ হওয়ার কারণে অনেকে ট্রেন দেখতে যায়, ফলে অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

সর্বশেষ  আজ রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় একই এলাকার খলিলুর রহমানের ছেলে শাহ আলম ।

এঘটনার ব্যাপারে বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শাহ আলম বাকপ্রতিবন্ধী ও পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

পাঠকের মতামত: