ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে টিসিবির পন্য বিক্রি উদ্বোধন, পাবে ২১৫১৮ পরিবার

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ১কোটি পরিবারকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের অংশ হিসেবে ২০মার্চ (রবিবার) সকালে কক্সবাজারের চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় ও সাহারবিল ইউনিয়ন পরিষদের মাঠে টিসিবির পণ্য নায্যমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

বিক্রয়ের শুভ উদ্বোধন করেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, এবং চকরিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আলমগীর চৌধুরী, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব জেপি দেওয়ান ।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়,  চকরিয়া উপজেলায় প্রাথমিকভাবে মোট ২১৫১৮ পরিবারকে টিসিবির পণ্য বিক্রয় করা হবে ।  প্রথম দিনে চকরিয়া পৌরসভায় ১৬০০ এবং সাহারবিলে ৯০০ পরিবারকে এ পণ্য বিক্রয় করার কথা ।

পাঠকের মতামত: