কক্সবাজার প্রতিনিধি :: অনিয়ম, দুর্নীতি, হত্যা, নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনসহ পৃথক দুই মামলার প্রধান আসামী চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়াকে প্রত্যাহার করার দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন কক্সাবাজারসহ দেশের বিভিন্ন এলাকার সচেতন সাংবাদিকরা।
১২ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, কক্সবাজার সদর থানার আওতাধীন এলাকা থেকে সাংবাদিক মনছুর আলম মুন্না’কে তুলে নিয়ে গিয়ে চকরিয়া থানায় হত্যাচেষ্টা ও অমানুষিক নির্যাতনের পর মিথ্যা মামলায় কারাগারে চালান দেয়ার অভিযোগে চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুইঁয়া’সহ আঁট পুলিশের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডি পুলিশ সুপারকে সরাসরি তদন্তের নির্দেশ দেন৷ এ ছাড়াও ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা তদন্তাধীন রয়েছে। বক্তারা বলেন স্বপদে বহাল থেকে এসব মামলা তদন্তে প্রভাব বিস্তার করছেন তিনি। এতে মামলার সঠিক তদন্ত ও বিচার নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বক্তারা বলেন, অভিযুক্ত ওসি মনজুর কাদের ভুইঁয়াসহ অন্যান্য আসামীরা চকরিয়া থানায় বহাল তবিয়তে রয়েছেন। তাদেরকে প্রত্যাহার ও গ্রেপ্তার না করলে মামলা তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।
মানববন্ধনে সাংবাদিকদের উপস্থিতিতে সবাই তীব্র প্রতিবাদের পাশাপাশি ওসিসহ আট পুলিশকে চকরিয়া থানা থেকে সরিয়ে অন্য রেঞ্জে সংযুক্ত করার দাবী জানিয়েছেন।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া দুই ঘন্টার মানববন্ধনে সাংবাদিক নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।
বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসি মনজুর কাদের ভুইঁয়াকে যদি অপসারণ করা না হলে দেশজুড়ে কঠিন কর্মসূচী দেয়া হবে।
বাংলাদেশ সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক ) এর সভাপতি খায়রুল আলম রফিক বক্তব্যে বলেন, সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক। কোন সাংবাদিক কোন পুলিশের বিরুদ্ধে ক্ষেপে গিয়ে আক্রমণ করেনি। কিন্তু পুলিশ কেন সাংবাদিকদের নির্যাতন চালায় ? এটি শুধু সাংবাদিক মনছুর আলম মুন্নার জন্য হুমকি না। এটি সারা বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্য একটি মর্মান্তিক ঘটনা। ওসির এমন কান্ড পুরো দেশ জুড়েই একটি ডিপার্টমেন্টকে কলঙ্কিত করেছে।
ওসি মনজুর কাদের ভুইঁয়াকে থানা থেকে সরিয়ে নেয়ার জোর দাবি জানিয়ে তার বিরুদ্ধে হওয়া মামলার যেন সঠিক তদন্ত ও বিচার হয় সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন এই সাংবাদিক নেতা।
মানববন্ধন কর্মসূচিতে কক্সবাজারসহ ঢাকার শতাধিক সাংবাদিক উপস্হিত ছিলেন।
পাঠকের মতামত: