নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে পোস্টিং পেয়েছেন বান্দরবানের লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব। মঙ্গলবার ২৯ এপ্রিল চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এসএম অনীক চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, চকরিয়া উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভুমি) মোঃ এরফান উদ্দিন মঙ্গলবার ২৯ এপ্রিল চকরিয়া উপজেলা থেকে বদলি হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রের মাধ্যমে তাঁকে বদলীপুর্বক ট্রেনিং প্রোগ্রামে অংশ গ্রহনের জন্য ন্যাস্ত করা হয়েছে।
এরই আলোকে মঙ্গলবার রাতে সহকারী কমিশনার ভুমি মোঃ এরফান উদ্দিন চকরিয়া উপজেলা থেকে বদলি হয়েছেন। তিনি গতকাল বুধবার ৩০ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করেছেন।
অপরদিকে ২৯ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এসএম অনীক চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে চকরিয়া
উপজেলার নতুন সহকারী কমিশনার (ভুমি) হিসেবে বান্দরবানের লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেবকে পোস্টিং দেওয়া হয়েছে। তিনি আগামী রোববার চকরিয়া উপজেলা ভুমি অফিসে যোগদান করবেন বলে জানা গেছে। ##
পাঠকের মতামত: