কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সড়কে
ডাকাতির প্রস্ততিকালে জনতার সহায়তায় দুইজন ডাকাত এবং বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩ মে) ভোরে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
সড়ক ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত দুই ডাকাত হলেন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী মাঝের পাড়া-মো. বাবুলের ছেলে মো.জমির উদ্দিন (২১), একই এলাকার মৃত. আমির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
ডাকাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম। তিনি জানান, চকরিয়া-বদরখালী সড়কের ৬/৭ জনের ডাকাতদল ডাকাতির প্রস্ততির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জনতার সহায়তা দুই ডাকাতকে হাতে নাতে ধরতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে গেছে।
অপরদিকে ,থানা পুলিশের একাধিক টিম সারারাত বিভিন্ন ইউনিয়ানে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ আরো তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিন লোটনী কাকারা ইউনিয়নের দেলোয়ার হোসেন ছেলে মাহমুদুল করিম,
মোঃ সাইফুল্লাহ প্রকাশ রুকুন উদ্দিন(৪২), নুরুল আবছার (৪৪), বদরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজার পাড়া এলাকার আবুল খাইয়ের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার বিকালে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাঠকের মতামত: