ঢাকা,সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাখাতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে ৫২তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে গতকাল বৃহস্পতিবার বিকালে বিজয়ী ও বিজিত টিমের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

তাঁর আগে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতর কতৃক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫২টি টিমের শিক্ষার্থীরা ক্রিকেট, দৌড় প্রতিযোগিতা, ব্যাটমিন্টন, ভলিবল টুর্নামেন্টে অংশ নেন। গতকাল সমাপনী দিনে ক্রিকেট খেলায় খুটাখালী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছেন চকরিয়া গ্রামার স্কুল।

গতকাল বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা পরিষদস্থ মগবাজার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত টিমের মাঝে পুরস্কার তুলে দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল ফেডারেশনের ( ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদি।

অনুষ্ঠানে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একাডেমিক সুপারভাইজার রতন কুমার বিশ্বাস, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান আরিফ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ##

পাঠকের মতামত: