এইচ এম রুহুল কাদের, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিহত হয়েছে । বুধবার (৯ এপ্রিল) মাতামুহুরীর দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা উত্তর পাশের ঘাট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মাতামুহুরী নদীর কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু । পরে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে ।
উদ্ধারকৃত দুই শিশু কাকারার রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের কন্যা আসমা (৬) গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় দুইজন । পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান লাশ উদ্ধার করে ।
খবর পেয়ে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এরফান উদ্দিনের নেতৃত্বে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাঠকের মতামত: