অভিযোগ সূত্রে আরো জানাযায়, গত শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে কর্মকার পাড়া(কামার পাড়া) সলিমুল্লাহ দোকানের সামনে মদ্যপানের মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে । নির্যাতনের পরে চিকিৎসার জন্য পর্যন্ত বাড়ি থেকে বের হতে দেয়নি । পরেরদিন রাতে কোনোরকম পালিয়ে চিকিৎসা করে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
দ্রুত বাড়ি-ঘর ত্যাগ করে চলে না গেলে বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে । এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে । মব সৃষ্টিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবার । এই ঘটনায় লক্ষী কর্মকার বাদি হয়ে শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই ব্যাপারে অভিযুক্ত বিএনপি নেতা শফিকুল ইসলামের কাছে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: