নিজস্ব প্রতিবেদক ::
চকবাজারে ডিসি রোডস্থ ইসমাইল কামাল জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ (ওসি) রুহুল আমিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. আব্দুর রহমান (৩৪),মো. আব্দুল খালেক (৩৪), মো. দিদারুল আলম (৪০), মো. খোকন (৩২), মো. সিরাজুল ইসলাম (৪০)
চকবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ (ওসি) রুহুল আমিন পূর্বকোণকে বলেন, অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে সাতশ দশ টাকা ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের ৩ প্যাকেট তাসের কার্ড পাওয়া যায়। উপস্থিত জিজ্ঞাসাবাদে তারা উক্ত স্থানে তারা জুয়া খেলছিল বলে স্বীকার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত: